বৃহস্পতিবার (৩০ মে) সকাল সোয়া ১০ টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ঘুরকা বাজার এলাকায় পাপিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
এছাড়াও মাদক কারবারিদের সাথে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ভুট্টা বোঝাই ১ টি ট্রাক, ২ টি মোবাইল ফোন ও নগদ ১,৭৯০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো, নীলফামারী জেলার ডিমলা থানার ছোটখাতা মহল্লার মোঃ আমিনুর রহমানের ছেলে মোঃ পারভেজ ইসলাম (২২) ও মোঃ সোলেমান মন্ডলের ছেলে মোঃ হৃদয় ইসলাম (২০)।
বৃহস্পতিবার বিকেলে র্যাব ১২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ট্রাকযোগে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।