ওয়াই–ফাই এবং ব্লু–টুথ প্রযুক্তিনির্ভর স্মার্ট ফ্রিজটির রং স্মার্টফোনের সাহায্যে আগে থেকেই নির্বাচন করা যায়। এ সুবিধা কাজে লাগিয়ে ফ্রিজের ওপরের দরজায় ২২ এবং নিচের দরজায় ১৯ ধরনের রং নির্বাচন করা সম্ভব। ব্লু–টুথ স্পিকার থাকায় স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে গানও শোনা যাবে ফ্রিজটিতে।