গাজীপুরের কোনাবাড়ি থেকে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। রাতে কলেজগেট এলাকার মিজান মিয়ার বাসা থেকে বুলবুলি (৩৪) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ভাড়া বাসায় থেকে ওই নারী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো।
পুলিশ জানায়, শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে বুলবুলির স্বামী মাসুদ রানা তার বোনকে ফোন করে বলেন, তোমার বোন অসুস্থ, একটু বাসায় যাও। এমন খবরে তিনি গিয়ে সে দেখেন বাসা বাইরে থেকে তালা মারা। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে তিনি দেখেন, বুলবুলির মরদেহ ফ্লোরে পড়ে আছে। তখন তিনি কোনাবাড়ি থানায় খবর দেন।
কোনাবাড়ি থানা পুলিশ, পিবিআই ও সিআইডি ঘটনাস্থলে গিয়ে বুলবুলির মরদেহ উদ্ধার করে। তারা লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক প্রাথমিকভাবে ধারণা করছেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার স্বামী পলাতক। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানালেন এই পুলিশ কর্মকর্তা।