তোমাদের প্রত্যেকেই পরীক্ষার প্রস্তুতি নিশ্চয় ভালোভাবে নিয়েছ। এই আত্মবিশ্বাস নিয়েই তোমরা পরীক্ষার হলে যাবে। মনে রাখবে, আত্মবিশ্বাসই তোমাদের ভালো পরীক্ষা দেওয়ার অন্যতম প্রধান শক্তি।
নির্ভয়ে পরীক্ষার হলে যাবে। প্রথমে পুরো প্রশ্নপত্র একনজর দেখে নিয়ো। যে প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারবে, তার উত্তর প্রথম লিখো। এরপর অন্য প্রশ্নের উত্তরগুলো লিখতে শুরু করো।
সময়ের দিকে খেয়াল রাখবে।
মনে রাখবে, উত্তরপত্রে তোমার সৃজনশীল চিন্তার প্রকাশ ঘটাতে পারলে ভালো নম্বর পাওয়া সম্ভব।
তবে উত্তর অবশ্যই পাঠ্যবইয়ের মধ্য থেকেই দিতে হবে।
আরও দুই সপ্তাহ সময় হাতে আছে। এ সময়টুকু কাজে লাগাও। আরেকবার মনোযোগ দিয়ে রিভিশন দাও।
এখন মুঠোফোনে সময় কম, পাঠ্যবইয়ে সময় বেশি।
স্বাস্থ্যের দিকে নজর রাখবে।
এবার তো আবহাওয়ার তাপমাত্রা বেশি। মনে করে পরিমিত নিরাপদ পানি পান করবে।