গুম-খুন করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জে নিহত যুবদল কর্মী শাওনের গায়েবানা জানাজার পূর্ব বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, শাওনের লাশ পরিবারের কাছে হস্তান্তর না করে পুলিশ প্রহরায় দাফন করা হয়েছে। যা অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা। বিএনপিকে নির্মূল করতেই সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, শাওনের রক্ত বৃথা যাবে না। রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে। আগামীকাল থেকে ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।