শুক্রবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় ডিবি পুলিশের চেকপোস্টে একটি এম্বুলেন্স থেকে ২৮৮ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ জুলহাজ উদ্দীন বলেন, মান্যবর পুলিশ সুপারের দিকনির্দেশনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ডিউটি কালীন সময়ে চেকপোস্টে একটি এম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ২৮৮ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করি। আটককৃত দুজন মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ ছানোয়ার হোসেন সানি (৩৭) ও -মোঃ মন্টু মিয়ার ছেলে মোঃ হৃদয় মিয়া (১৯) তারা উভয়ই মানিকগঞ্জ জেলার বাসিন্দা।
তিনি আরও বলেন, আসামী মোঃ ছানোয়ার হোসেন সানির বিরুদ্ধে আগের ১ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং আটককৃত দুই আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।