• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সিরাজগঞ্জে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। সিরাজগঞ্জে খুনের মামলার আসামী গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষাভ মিছিল। সাবেক এমপি হেনরীর পোষ্য সন্ত্রাসী হোসেন কমিশনার গ্রেফতার। সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে ছাত্র নিখাঁজ। এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে ভুয়া ডাক্তারকে জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা। সিরাজগঞ্জে ছাত্র আন্দোলনে জড়িত খুনীদের গ্রেফতার ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবীতে বিএনপির মানব বন্ধন ও সমাবেশ। এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া চক্ষু ডাক্তারকে অর্থদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা। তিন পৃথক হত্যা মামলার আসামী মুছা কক্সবাজার থেকে গ্রেফতার। হত্যা মামলায় সাবেক এমপি হেনরী ও স্বামী লাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর। সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন অনুষ্ঠিত।

সাবেক এমপি হেনরীর পোষ্য সন্ত্রাসী হোসেন কমিশনার গ্রেফতার।

শিবলী রহমান শিপু / ৬ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

২৫ অক্টোবর (শুক্রবার) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকার শেরে বাংলা নগর থানাধীন রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে সাবেক এমপি হেনরীর পোষ্য সন্ত্রাসী হোসেন কমিশনারকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন র‍্যাব-১২ ও র‍্যাব-২ এর একটি দল।

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হত্যার উদ্দেশ্যে সাধারণ ও গুরুতর জখম, ক্ষতি সাধন ও ককটেল বিস্ফোরণ সংক্রান্ত দায়েরকৃত মামলার প্রধান আসামি সাবেক এমপি জান্নাত আরা হেনরি’র প্রধান সন্ত্রাসী, সদর উপজেলার ৭নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি ও সাবেক কমিশনার হোসেন আলীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ সদর কোম্পানি ও র‌্যাব-২ সিপিসি-১ মোহাম্মদপুরের একটি চৌকস দল ঢাকার শেরে বাংলা নগর থানাধীন রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা ২ টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, ২৭ সেপ্টেম্বর বিকেলে হোসেন আলী ও অন্যান্য ৮ জনসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জন আসামি পূর্ব শত্রুতার জের ধরে সিরাজগঞ্জ সদর থানাধীন চক কোবদাসপাড়া গ্রামে হোসেন আলীর অফিস সংলগ্ন স্থানে দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে মোঃ মেরাজকে (১৮) হত্যার উদ্দেশ্যে এলোপাতারীভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মেরাজের মা শিল্পি খাতুন তার ছেলের ডাকে চিৎকার করে আসামিদের বাঁধা দিলে আসামিরা তাকেও মারপিট করে তার শ্লিলতাহানী করে এবং তার পরনের স্বর্নের চেন ছিনিয়ে নেয়। এরপর আসামিরা মেরাজের বাড়িতে হামলা করে তাদের দুই লাখ টাকার আসবাবপত্রের ক্ষতি সাধন করে। তারপর তাদের ওয়্যারড্রপে থাকা নগদ তিন লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি বিগত সময়ে সাবেক এমপি’র প্রধান পোষ্য ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌর এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। এছাড়াও গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করে। যার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি আরও জানায় যে, বর্ণিত মামলার প্রেক্ষিতে গ্রেফতার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। এই নেক্কার জনক ঘটনার প্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সর্ব স্তরের লোকজন আসামিকে গ্রেফতারের জন্য লিফলেট বিতরণসহ পোস্টারিং করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে মোছাঃ শিল্পি খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামি মোঃ হোসেন আলী (৪০) পৌর শহরের চক কোবদাসপাড়ার মোঃ শিল্পী কুদ্দুসের ছেলে।

আসামিকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category