সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে নির্মিত ক্রসবাঁধ -৩ এ শুক্রবার দুপুরে প্রমত্তা যমুনায় বন্ধুদের সাথে গোসলে নেমে নবম শ্রণীর ছাত্র জিহাদ নিখোঁজ হযেছে।
নিখোঁজ জিহাদের বাড়ি সিরাজগঞ্জ শহরের বাগানবাড়ি এলাকায়। বাবার নাম জুয়েল।
শুক্রবার স্কুল ছুটি থাকায় জিহাদ তার বন্ধুেদের সাথে নিয়ে যমুনাপাড়রে ক্রসবাঁধ-৩ সংলগ এলাকায় ফুটবল খেলতে যায়। খেলা শেষে বন্ধুদের নিয়ে প্রমত্তা যমুনায় গোসলে নামে। এক পর্যায়ে যমুনার উত্তাল ঢেউএ তিন বন্ধু ডুবে যায়।
খবর পয়ে এলাকার লোকজন নিজেরাই দুই জনকে উদ্ধার করলেও জিহাদকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল যমুনায় উদ্ধার কাজে নেমেছে। তবে এখনও উদ্ধার করা যায়নি নিখোঁজ জিহাদকে।
ইতোমধ্যেই রাজশাহীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
এদিকে যমুনার পানিতে জিহাদ নিখাঁজ হওয়ায় তার পিতা জুয়েল ও মা সহ আত্বীয় পরিবার কানায় ভেঙ্গে পড়েছেন। জিহাদ বাবা-মায়ের একমাত্র সন্তান।