সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা বেলতলা এলাকা থেকে ৩,৪৭০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব)-১২। সেই সাথে মাদক পরিবহন কাজে ব্যাবহৃত ১টি ট্রাকও জব্দ করে র্যাব।
২৯ জুন (শনিবার) সন্ধ্যায় র্যাব-১২ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাব-১২ সদর কোম্পানি স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
তিনি বলেন, সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে জানতে পারি ট্রাকযোগে অবৈধ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন বহন করা হচ্ছে। সেই মোতাবেক র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট চলাকালে শনিবার বিকাল পৌনে চারটার দিকে সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা এলাকায় একটি চালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪৫৫৬) থেকে লুকানো অবস্থায় ৩,৪৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মোঃ শাহিন খান (২৭) ও মোঃ মেহেদী হাসান (২১) নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
আসামি মোঃ শাহিন খান জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে এবং মোঃ মেহেদী হাসান একই এলাকার মোঃ হারেজ উদ্দিনের ছেলে।
কোম্পানি কমান্ডার আরও বলেন, মাদক ব্যবসায়ীদের সাথে থাকা নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন, ৫ টি সিম কার্ড, নগদ ৭,৮৭৫ টাকা ও ১ টি ট্রাক জব্দ করা হয় এবং আরও তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।