৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদি মার্চ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ সরকারি কলেজের সমন্বয়ক মোঃ মুনতাসির মেহেদী হাসান এর সভাপতিত্বে র্যালিটি সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন সংলগ্ন শহীদ মিনার থেকে শুরু করে মুজিব সড়ক, চৌরাস্তা ও এসএস রোড হয়ে পুনরায় শহীদ মিনারে এসে শহীদদের স্মৃতিতে স্বরণ সভা ও দোয়া করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে সিরাজগঞ্জ ইসলামী সরকারি কলেজ ছাত্র সমন্বয়ক যুবাইর আল ইসলাম, সমন্বয়ক রাহাত তালুকদার, সেজান, সালমান জোয়ারদার, ইয়াসির আরাফাত, সজীব সরকার, মোছাঃ রাজিতা খাতুন, সাদিয়া সিনহা সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় বক্তাগণ বলেন এই আন্দোলনে আমরা প্রত্যেকে যারা বেঁচে আছি তারা সবাই গাজী। আর যারা মৃত্যুবরণ করেছেন তারা শহীদ। আমরা একটা স্বৈরাচারীকে সরিয়েছি। মনে রাখতে হবে স্বাধীনতার অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এখনো আমরা সোনার বাংলা করতে পারি নাই। আমাদের সততা নিষ্ঠা ও আদর্শ দিয়ে সোনারবাংলা গড়তে হবে।
বক্তাগণ আরও বলেন, গত ১৬ জুলাই এর পর থেকে স্বৈরাচারী সরকার পতনের আগ পর্যন্ত আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। তবুও আমাদের আন্দোলন কেউ দমিয়ে রাখতে পারে নাই। শুধুমাত্র আমাদের ঐক্যবদ্ধতার কারণে। আমাদের একার পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়। সামনের দিনে আমরা ছাত্র জনতারা ঐক্যবদ্ধ থাকলে যতই বাধা আসুক কোন কাজ হবে না। এখনো কিছু দুষ্কৃতকারীরা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
এছাড়াও শেখ হাসিনাকে স্বৈরশাসক উল্লেখ করে তার ত্রির্যক সমালোচনা করেন বক্তারা। তারা বলেন শেখ হাসিনা ও তার দোষরা নির্বিচারে বহু শিক্ষার্থীকে গুলি করে হত্যা ও আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এর সুষ্ঠ তদন্তপূর্বক বিচারের দাবি জানাচ্ছি।
পরিষেশে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া করা হয়।