প্রতিজন বিচারপ্রাথী আদালতে যেন ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে হবে উল্লেখ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচার প্রার্থীরা তাদের ন্যয় বিচার পেতে আদালত প্রাঙ্গনে যেন ভোগান্তির শিকার না হয় সেটাও দেখা দরকার। সেজন্য জেলায় জেলায় ”ন্যায়কুঞ্জ” প্রতিষ্ঠা তরা হচ্ছে।
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং তাঁরই নির্দেশনায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এতে আদালতে আগত বিচার প্রার্থীদের আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত নিরাপদ অবস্থান ও ক্লান্তি দুরীকরণে আদালত ভবনের সাথে বিশ্রামাগারও থাকছে। ইতোমধ্যে অনেক জেলাকুঞ্জ প্রতিষ্ঠা করা হয়েছে।
ন্যায়কৃঞ্জ উদ্বোধনের পর প্রধার বিচারপতি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ন্যায়কুঞ্জে জেলার দুরদুরান্ত থেকে আগত বিচার প্রার্থীরা সুপেয় পানি, শৌচাগার সুবিধা পাবেন। শতাধিক মানুষের বসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। এসময় হাইকোর্ট বিভাগের রেজিষ্টার মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান, আপীল বিভাগের রেজিষ্টার মোহাম্মদ সাইফুর রহমান,সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান,পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।