• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তিন পৃথক হত্যা মামলার আসামী মুছা কক্সবাজার থেকে গ্রেফতার। হত্যা মামলায় সাবেক এমপি হেনরী ও স্বামী লাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর। সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন অনুষ্ঠিত। সবজির বস্তায় মাদক পরিবহনকালে বাবা মেয়ে গ্রেফতার। জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের শীর্ষ ১১ নেতাকে হত্যা করেছেন, সিরাজগঞ্জে ডা. শফিকুর রহমান। সাবেক এমপি মমিন মন্ডলের পিএস গ্রেফতার। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে সাইদুর রহমান বাচ্চুর মধ্যাহ্নভোজ। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা। সিরাজগঞ্জে সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫।

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন অনুষ্ঠিত।

শিবলী রহমান শিপু / ৬ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিম্ন মানের সামগ্রী ক্রয়, কৃত্তিম জনবল সৃষ্টিসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের নানাভাবে হয়রানি করার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আলী আশরাফ মোহাম্মদ সালেহ এর সভাপতিত্বে ঘন্টাব্যপি এ মানব বন্ধন পালিত হয়।

মানববন্ধন চলাকালে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিরা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড (বিআরইবি) নিম্নমানের সামগ্রী ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্তিম সংকট সৃষ্টি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের নানাভাবে হয়রানি করছে। জনমনে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে বিরুপ ধারনা সৃষ্টিতে সহায়তা করছে। আমরা এর সুষ্ঠ তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবি জানাই। কর্মসূচিতে সিরাজগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিরা অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category