সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় পাবনা বাজারের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৩০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব)-১২।
১৫ জুলাই (সোমবার) দুপুর আড়াইটার দিকে র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে ৯৩০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক চোরাচালানে জড়িত থাকার অপরাধে দিনাজপুর জেলার হাকিমপুর থানার মহারাপাড়া এলাকার মোঃ নুর ইসলামের ছেলে মোঃ ওবায়দুল ইসলাম (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন ও নগদ এক হাজার আটশো বিশ টাকা জব্দ করা হয়।
সোমবার বিকেলে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার অপস্ অফিসার উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করে এসব নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।