শনিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হরিণচাড়া বাজার এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মোরসালিন ইসলাম (২০) নামের ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত মোরসালিন ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়া ডাঙ্গা গ্রামে।
পুলিশ জানায়, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই ট্রাক রাজশাহীতে যাওয়ার সময় জেলার উল্লাপাড়া উপজেলার হরিনচড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কের নিচে পড়ে যায়।
এসময় ট্রাকের হেলপার নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।