রবিবার (২৭ অক্টোবর) সকালে খুনের মামলার আসামী বাবু মন্ডলকে গ্রেফতার এবং ফাঁসির দাবীতে সিরাজগঞ্জ শহরের নতুনভাঙ্গাবাড়ি মহল্লাবাসী বিক্ষাভ মিছিল করেছে।
মিছিলকারীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অফিসে একটি অভিন্ন পৃথক স্মারকলিপিও প্রদান করেছে। স্মরকলিপিতে এঞ্জেল ফুডস এর অংশিদার মালিক খুনি বাবু মন্ডলকে অবিলম্বে গ্রেফতার করে তার ফাঁসি দাবী করা হয়েছে।
নতুনভাঙ্গাবাড়ির সহস্রাধিক নারী পুরুষ সকাল ৯টায় মহল্লার সরকারি স্কুল মাঠ থেকে মিছিল বের করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অফিস হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহল্লায় ফিরে যায়।
মিছিলকারীরা বাবু মন্ডলের ফাঁসি সহ মামলার এজাহারভুক্ত আসামীদের গ্রফতারের দাবী সম্বলিত বিভিন শ্লোগানের প্লাকার্ড বহন করে।
গত ২৩ অক্টোবর সন্ধ্যায় নতুন ভাঙ্গাবাড়ি মহল্লায় এঞ্জেল ফুডস নামীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসার বকেয়া পাওনার টাকা চাইতে গিয়ে খুনের শিকার হন হাজী আব্দুর রহিম ফ্লাওয়ার মিলের ব্যবসায়ী আশফাকুল আউয়াল আশফাক।
তাকে গলা টিপে হত্যা করা হয়ছে বলে অভিযাগ উঠেছে। এ ঘটনায় এজাহার নামীয় একজনকে গ্রফতার করেছে পুলিশ।