উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে ও ঘোড়ার গাড়ি চড়ে রঙ বেরঙের ব্যনার ফেষ্টুনে সাজিয়ে সিরাজগঞ্জে আওয়ামী লীগের প্লাটিনাম জুবলী (৭৫তম) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসুচি শুরু করা হয়। সকাল ১১ টায় বের করা হয় বর্নাঢ্য রালী। র্যালীর উদ্বোধন করেন ড.জান্নাত আরা হেনরী তালুকদার এমপি।
শহরের এসএস রোডের দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য র্যালীর প্রাক্কালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান। এ সময় উপস্থিতছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধ আবু ইউসুফ সূর্য, ফিরোজ ভূইয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুুরুল ইসলাম সজল প্রমুখ।