২৬ আগস্ট (সোমবার) রাত পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বাজার এলাকায় আল্ট্রাকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপরে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাপিড একশন ব্যাটেলিয়ন র্যাব-১২। অভিযানে ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ নারী মাদক কারবারীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ আটশো টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর থানার নন্দীপুর গ্রামের মোঃ মোতালেব হোসেনের স্ত্রী মোছাঃ তানজিলা (৩৯) ও ফকিরপাড়া ধরেন্দা এলাকার মোঃ হানিফের স্ত্রী মোছাঃ গুলশান আরা (৪২)।
মঙ্গলবার সকালে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মোঃ উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।