• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তিন পৃথক হত্যা মামলার আসামী মুছা কক্সবাজার থেকে গ্রেফতার। হত্যা মামলায় সাবেক এমপি হেনরী ও স্বামী লাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর। সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন অনুষ্ঠিত। সবজির বস্তায় মাদক পরিবহনকালে বাবা মেয়ে গ্রেফতার। জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের শীর্ষ ১১ নেতাকে হত্যা করেছেন, সিরাজগঞ্জে ডা. শফিকুর রহমান। সাবেক এমপি মমিন মন্ডলের পিএস গ্রেফতার। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে সাইদুর রহমান বাচ্চুর মধ্যাহ্নভোজ। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা। সিরাজগঞ্জে সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫।

সাবেক এমপি মমিন মন্ডলের পিএস গ্রেফতার।

শিবলী রহমান শিপু / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

এনায়েতপুরে ছাত্র জনতার আন্দোলনে গুলি করে কলেজ ছাত্র শিহাব, সিয়াম হোসেন ও ইয়াহিয়া হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য (সিরাজগঞ্জ-৫) মমিন মন্ডলের পিএস মোঃ সেলিম সরকারকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-১২।

১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে র‌্যাব-১২ সদর কোম্পানি ও র‌্যাব-১১ সিপিসি-১ নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন গাবতলী এলাকায় উত্তর মাসদাইরে ড্রিম কনভেনশন হলে যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার ২৮নং পলাতক আসামি বেলকুচি থানার কামারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক সরকারের ছেলে মোঃ সেলিম সরকার (৪৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ছাড়াও তার সাথে থাকা ২ টি মোবাইল ফোন ও ১ টি হাতঘড়ি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি মিছিল এনায়েতপুর থানাধীন খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে মিছিল মিছিল নিয়ে এনায়েতপুর থানার দিকে রওনা হলে আল হেরা মার্কেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে ছাত্র জনতার গণ আন্দোলনকে নসাৎ করার জন্য পিস্তল দিয়ে গুলি বর্ষণ করে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণ করা এনায়েতপুর থানার মাধবপুর গ্রামের মোঃ শফি মিয়ার ছেলে মোঃ শিহাব হোসেন (১৯), গোপরেখী গ্রামের মোঃ কুদ্দুস আলীর ছেলে হাফেজ মোঃ সিয়াম হোসেন (২০) ও খুকনী ঝাউপাড়া গ্রামের মোঃ শাহজাহান আলীর ছেলে মোঃ ইয়াহিয়া আলী গুলিবৃদ্ধ হয়ে মারাত্মক আহত হলে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনার প্রেক্ষিতে শাহানা খাতুন, মোঃ হযরত আলী এবং মোঃ সোলায়মান বাদী হয়ে ৩ টি পৃথক হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category