সিরাজগঞ্জে সবজির বস্তায় অভিনব পন্থায় তিন হাজার তিনশো আশি পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন পরিবহনকালে বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব)-১২।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে র্যাব-১২ সদর কোম্পানির লেঃ কমান্ডার বিএন কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার রাত সোয়া ৩ টার দিকে সিরজাগঞ্জের রহমতগঞ্জ কাঠেরপুল সংলগ্ন ডাচ্ বাংলা ব্যাংক এর সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে সবজির বস্তার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে তিন হাজার তিনশো আশি পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন পরিবহন করছিলো দুই মাদক কারবারি।
এসময় মাদক পরিবহনের দায়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হোলো, রংপুর জেলার পীরগঞ্জ থানার খামার তাহেরপুর গ্রামের মোঃ সামু মিয়ার স্ত্রী মোছাঃ শামিমা আক্তার (৩১) ও তার বাবা রসুলপুর গ্রামের মোঃ আকবর আলী (৬৩)।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।