যমুনা সেতুর উপর বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত আহত হয়েছে ১০ জন।
৭ সেপ্টেম্বর (শনিবার) ভোর সাড়ে ৫ টার দিকে যমুনাসেতুর ১৩নং পিলারের কাছে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে ৫ টার দিকে সেতুর ১৩ নং পিলারের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত হওয়া ৩ জনের মরদেহ মর্গে রাখা আছে। আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা সবাই শঙ্কামুক্ত।