রবিবার সকালে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা নিতে এসে হাসপাতালের প্রথম গেটে বালুবাহী ট্রাকচাপায় আলাউদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সদর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, মেডিকেল কলেজের প্রথম গেটে বালুবাহী একটি ট্রাক বৃদ্ধকে চাপা দেয় । এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহত বৃদ্ধের পকেটে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের একটি প্রেসক্রিপশন পাওয়া গেছে। সেখানে বৃদ্ধের নাম আলাউদ্দিন লেখা রয়েছে। তবে তার বাকি পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ নর্থবেঙ্গল মেপিডকেল কলেজ হাসপাতাল থেকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন।