শনিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতীতে পরিত্যক্ত ব্রীজ থেকে পড়ে গিয়ে বাইসাইকেল আরোহী পানিতে ডুবে মারা গেছে। তার পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিত্যক্ত বেইলী ব্রীজের উপর দিয়ে বাইসাইকেল আরোহী যাওয়ার সময় ব্রীজের ফাকা স্থান দিয়ে পড়ে কচুরিপানা ভর্তি পুকুরের পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা এসে ব্রীজের নীচে পানি কচুরিপানা ও জঙ্গলে মধ্যে নেমে অনেক খোঁজাখুজি করার পর অজ্ঞাত ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে।