১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়নের দোগাছি চর এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সবুজ কানন অ্যালামনাই অ্যাসোসিয়েশন নামের স্কুল ভিত্তিক সামাজিক সংগঠন। প্রাথমিক পর্যায়ে ২৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সবুজ কানন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন, সবুজ কানন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় প্রথম ধাপে ২৫০ জনকে শীতবস্ত্র সহয়তা করা হয়েছে। পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে। এছাড়াও নানান সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকবে আমাদের সংগঠন। এমনকি যে কোনো সামাজিক কাজে সবুজ কানন অ্যালামনাই অ্যাসোসিয়েশন মানুষের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।