সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসা দেওয়ার অপরাধে ইয়াকুব আলী নামের এক ভুয়া চক্ষু ডাক্তারকে অর্থদণ্ড ও বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় অবস্থিত তার প্রতিষ্ঠান সিরাজগঞ্জ আই কেয়ারকে সিলগালা করা হয়েছে।
২২ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ্ আল মামুন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রিয়াজুল ইসলাম ও সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের প্রতিনিধির উপস্থিতিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু (সহকারী কমিশনার ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।
এ বিষয়ে আফিফান নজমু বলেন, দীর্ঘদিন যাবৎ তারা অবৈধ ভাবে ভুয়া চিকিৎসা দিয়ে আসছিল। আমরা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে তথ্যের সত্যতা পেয়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল আইন ২০১০ এর ২৯ ধারায় ১ লক্ষ্য টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং সিরাজগঞ্জ আই কেয়ার নামে তার প্রতিষ্ঠানকে সিলগালা করেছি।
মোঃ ইয়াকুব আলী (৫০) সিরাজগঞ্জের নতুন ভাঙ্গাবাড়ি গ্রামের মৃত ঠন্ডু মিয়ার ছেলে।