২৩ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা এনএসআই কার্যালয়ের গোপন সংবাদের ভিত্তিতে শহরের দরগা রোডস্থ সিরাজগঞ্জ পাইলস এড পলিপাস কেয়ার সেন্টার নামের এক প্রতিষ্ঠানে যৌথবাহিনীর অভিযানে মোঃ শরিফুল ইসলাম শরিফ (৩২) নামের এক ভুয়া চিকিৎসককে অর্থদণ্ড প্রদান ও উক্ত প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ্ আল মামুন, সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের সিও লে. কর্ণেল নাহিদ আল আমিন ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রিয়াজুল ইসলামের উপস্থিতিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু (সহকারী কমিশনার ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।
এ বিষয়ে আফিফান নজমু বলেন, দীর্ঘদিন যাবৎ তারা অবৈধ ভাবে ভুয়া চিকিৎসা দিয়ে আসছিল। আমরা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে তথ্যের সত্যতা পেয়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল আইন ২০১০ এর ২৯ ধারায় ১ লক্ষ্য টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং সিরাজগঞ্জ পাইলস এড পলিপাস কেয়ার সেন্টার নামে তার প্রতিষ্ঠানকে সিলগালা করেছি।
শরিফুল ইসলাম সিরাজগঞ্জ সদর থানার পদমপাল গ্রামের মৃত আয়নাল শেখের ছেলে।
প্রকাশক ও সম্পাদক: নূরুল ইসলাম বাবু।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১নং খলিফা পট্টি, সিরাজগঞ্জ।
মোবাইল: ০১৭১১-০৪০৬৭৬
ই-মেইল:babuislam60@gmail.com