৩ জুন (সোমবার) রাত পৌনে এগারোটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাতবিলা গ্রামের মোঃ আন্নাস আলীর দোকানের সামনে থেকে ২৮৭ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব)-১২।
গ্রেফতারকৃত আসামীরা হলো, উল্লাপাড়া উপজেলারা বলতৈল গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে মোঃ রাজীব হোসেন ও একই গ্রামের মোঃ আসান আলীর ছেলে মোঃ রানা হোসেন।
মঙ্গলবার দুপুরে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ পুপার মোঃ উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। অভিযানে তাদের সাথে থাকা দুইটি মোবাইল ফোন এবং নগদ এক হাজার সত্তর টাকাও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: নূরুল ইসলাম বাবু।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১নং খলিফা পট্টি, সিরাজগঞ্জ।
মোবাইল: ০১৭১১-০৪০৬৭৬
ই-মেইল:babuislam60@gmail.com