সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিরাজগঞ্জের কাটাওয়াপদা হাজী ওমর আলী মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বাচ্চু বলেন, নবীর জন্মদিনের মতো আনন্দ মুসলিমদের জীবনে আর কি হতে পারে। মুসলিমদের দুই ঈদের পরে সবচেয়ে আনন্দের দিন এই ঈদে মিলাদুন্নবী। যে নবীর উম্মত হতে পেরে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি। আমরা সবাই নবীর দেখানো পথ অনুসরণ করে চলতে চাই।
আলোচনায় বিশেষ দৃষ্টি আকর্ষণ করে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করতে আহবান করেন এবং সিরাজগঞ্জের সিংহপুরুষ খ্যাত ইকবাল হাসান মাহমুদ টুকুর জন্যও দোয়া চান। সাথে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে ও যারা গুলিবিদ্ধ হয়ে অসুস্থ অবস্থায় আছেন তাদের জন্য বিশেষ দোয়া চান বাচ্চু।
দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে সাইদুর রহমান বাচ্চু সহ জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের কিছু নেতৃবৃন্দ মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।